আমাদের ভারত, হুগলী, ১০ ডিসেম্বর: ছেলে বৌমার অত্যাচারে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার। ঘটনা হুগলীর পান্ডুয়ায়।বৃদ্ধার নাম মেনকা মল্লিক। পাণ্ডুয়ার গোজিনা দাসপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে ছেলে বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রেল স্টেশনে আত্মহত্যা করতে আসেন বৃদ্ধা। সেই সময় এক টোটো চালক তাকে দেখতে পেয়ে ছুটে গিয়ে বৃদ্ধাকে বাঁচায়। এরপর থানায় নিয়ে যায় তাকে।ডেকে পাঠানো হয় বৃদ্ধার ছেলে ও বৌমাকেও। দু’পক্ষের বক্তব্য শুনে ব্যবস্থা নিতে অপারক পুলিশের বক্তব্য এ সমস্যা তাদের মেটানোর কম্য নয়।
বৃদ্ধার অভিযোগ, বহুদিন ধরেই তার ওপর নির্যাতন করছে ছেলে ও বৌমা। না খেতে দিয়ে মারধর করা হয় তাকে। তাই এমন সিদ্ধান্ত। অন্যদিকে ছেলে ও বৌমার পাল্টা অভিযোগ বিয়ের পর থেকে নিয়মিত বৌয়ের সাথে খারাপ ব্যবহার করতেন বৃদ্ধা। এ নিয়ে তার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগও রয়েছে পান্ডুয়া থানায়। তবে এদিন ওই বৃদ্ধা ছেলের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করতে চাননি। তিনি চান ছেলেকে ও বৌমাকে শাসন করুক পুলিশ।