জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ জুলাই: রবিবার দুপুরে মারা গেলেন করোনা আক্রান্ত মেদিনীপুর শহরের পীরবাগানের এক প্রৌঢ়া। বাষট্টি বছরের ওই প্রৌঢ়ার শনিবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপরেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতলে প্রবল শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে ভর্তি হওয়া প্রৌঢ়াকে রাত সাড়ে দশটা নাগাদ শালবনি সুপার স্পেশালিটি কোভিড হাসপাতলে স্থানান্তরিত করা হয়।
তাকে কোভিড হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বলে আজ রবিবার সকালে জেলার উপ-মুখপাত্র আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী জানিয়েছিলেন। কিন্তু তার প্রবল শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের সমস্যা থাকায় আজ দুপুরে মারা যান বলে জেলা স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে।

