আমাদের ভারত, মেদিনীপুর, ৭ মে: দু’বছর পরে গ্রামে ফিরেও ঢুকতে না পেরে আত্মঘাতী হয়েছেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি থানার কুসুমপুর গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আত্মঘাতী বৃদ্ধকে গাছ থেকে নামাতে পুলিশকে সাহায্য করায় গ্রামবাসীরা এক যুবককেও গ্রামে ঢুকতে দেয়নি।
জানা গেছে, বুধবার পঁয়ষট্টি বছরের বৃদ্ধ রামচন্দ্র মাইতি দু’বছর ধরে সাঁতরাগাছিতে ছেলের কাছে ছিলেন। বুধবার তিনি কুসুমপুরের বাড়িতে এলে গ্রামবাসীরা তাকে ঢুকতে দেননি। তাই অভিমানে বিকেল চারটার পর ওই বৃদ্ধ গ্রাম সংলগ্ন জঙ্গলের দিকে চলে যান। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হলে বিকেলের পর পুলিশ গ্রামে পৌঁছায় এবং পার্শ্ববর্তী জঙ্গল থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ নামাতে পুলিশকে সাহায্য করায় ওই গ্রামের বাসিন্দা ঝন্টু সিংকেও গ্রামবাসীরা আর গ্রামে ঢুকতে দেয়নি বলে জানা গেছে।
গ্রামবাসীদের বক্তব্য, রেড জোন হাওড়া থেকে আসায় ওই বৃদ্ধকে গ্রামে ঢুকতে বারণ করা হয় এবং পরে তার ঝুলন্ত দেহ নামাতে সাহায্য করায় ঝন্টু সিংকেও গ্রামে না ঢুকে স্বাস্থ্য কেন্দ্রে যেতে বলা হয়।