আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৭ আগস্ট: বাড়ির সামনের ডোবা থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম সুধাংশু গায়েন(৭৪)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার অন্তর্গত কারখানার চক এলাকায়।
শুক্রবার সকালেই এলাকার মানুষজন তাঁকে বাড়ির সামনের জলাশয়ে ভাসতে দেখে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ঘুটিয়ারীশরীফ ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পা পিছলে জলে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ঐ বৃদ্ধের। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এদিন সকালে ঐ জলাশয়ে মুখ ধুতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। মৃতের পরিবারের তরফ থেকে অবশ্য এ বিষয়ে থানায় কোনও অভিযোগ জানানো হয়নি। তবে স্থানীয় ও পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই যথেষ্ট অসুস্থ ছিলেন সুধাংশু বাবু। শারীরিক দুর্বলতার কারণে জলে পড়ে যেতে পারেন বলেই দাবি তাঁদের।

