সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ জুলাই: মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। গতকাল সন্ধের আগে ঘটনাটি ঘটেছে বড়জোড়া শিল্পাঞ্চলের হাটআশুড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাধন বাউরি(৬১)। ওই ঘটনায় জখম হয়েছেন মৃতের স্ত্রী সারথী বাউরি।
প্রায় এক মাস ধরে টানা ভারী বর্ষণ হয়ে চলছে জেলায়। বুধবার রোদ উঁকি দিতেই বিপজ্জনক হয়ে থাকা মাটির বাড়ির ভীত আলগা হয়ে যাচ্ছে। জেলায় এরকম আশঙ্কা জনক অবস্থায় রয়েছে অনেক মাটির বাড়ি।সাধন বাউরি প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি বাড়ি পেয়েছেন। সেই বাড়িতে ছেলে- বৌমা, নাতি- নতিনি নিয়ে থাকলেও তার পুরনো মাটির দেওয়ালে টালির চাল দেওয়া বাড়িটিতেও স্বামী স্ত্রী মিলে কখনো সখনো থাকতেন। বুধবার ঘটনার কিছুক্ষণ আগে তিনি সেই মাটির বাড়িতে বিশ্রাম নিতে যান। সেই যাওয়াটাই তার কাছে কাল হলো বলে কান্নায় ভেঙে পড়লেন সাধনবাবুর স্ত্রী সারথী বাউরি।
মৃতের বৌমা কচি বাউরি বলেন, এদিন চাষের কাজ সেরে এসে বিশ্রাম নেওয়ার জন্য ওই ঘরের মেঝেতে বস্তা পেতে ঘুমিয়ে পড়েছিলেন শ্বশুর মশাই। সারথী বাউরিও পাশে বসেছিলেন। বিকেলে প্রচন্ড জোর বৃষ্টি নামে। তিনি বলেন, ওনাদের ওই ঘর থেকে আসার জন্য ডাকলাম। কিন্তু ওনারা এলেন না। জোরে বৃষ্টি নামতে হঠাৎই হুড়মুড়িয়ে বাড়িটি ধসে পড়লো। সারথীদেবী বেরিয়ে আসতে পারলেও সাধনবাবু আসতে পারেননি। পাড়ার লোকজন ছুটে এসে সাধনবাবুকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
বড়জোড়ার বিডিও কার্তিক চন্দ্র রায় বলেন, আবাস যোজনার পাকা বাড়ি করেছেন সাধন বাউরি, তাও কেন যে আলগা হয়ে পড়া মাটির বাড়িটিও রেখে দিয়েছিলেন বুঝতে পারছি না। এই ঘটনাটি নিছকই দুর্ঘটনা বলে মন্তব্য করে তিনি বলেন, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন মৃতের পরিবার।