সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৯ জুন: লরির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার, ঘটনাটি ঘটে বরাবাজার থেকে বান্দোয়ান যাওয়ার রাস্তায়। স্থানীয়ভাবে জানা গিয়েছে, দুই পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী ওই বৃদ্ধকে লরিটি ধাক্কা মারে। ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। তাঁকে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত হয় দুই শিশু। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। লরিটিকে আটক করে বরাবাজার থানার পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।