অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ জুন:
শনিবার দুপুর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। আর এই বৃষ্টির ফলে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের মহিষামুড়া গ্রামের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধের নাম সরোজ মাহাতো, বয়স ৭০ বছর। ঘটনার পর গ্রামবাসীরা তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। আজ তার মৃত্যু হয়। চিকিৎসকরা তার দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।