আমফনের আতঙ্কে বাগদায় ঘরের চালা মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক বৃদ্ধের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ মে: ঘূর্ণিঝড় থেকে রেহাই পেতে ঘরের চালা ঠিক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুরদহ গ্রামে। মৃত বৃদ্ধার নাম নুর ইসলাম বিশ্বাস (৬৫)।

রাজ্যের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে আমফন ঝড়, আগাম সতর্কবার্তা পেয়ে বাগদা থানার পুরদহ গ্রামের বাসিন্দা নুর ইসলাম বিশ্বাস নিজের ঘরের চালা জিআই তার দিয়ে টানা দিচ্ছিলেন। তাতেই বিপত্তি। ঘরের বিদ্যুতের তারে ওই জিআই তার জড়িয়ে যায়। তার ধরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রতিবেশীরা এসে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

মৃত নুর ইসলামের স্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের জন্য ঘরে টানা দিচ্ছিলেন নুর ইসলাম, আর সেখান থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। নুর ইসলাম বিশ্বাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *