স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ মার্চ:
দোলের দিন মদ্যপ যুবকদের হাতে প্রহৃত হলেন এক বৃদ্ধ।সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।
সূত্রের খবর, শান্তিপুরের মেলের মাঠ এলাকার বাসিন্দা মাধব ভাওয়াল ও তার দাদা দুই জন সোমবার দুপুরে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ছিল। অভিযোগ, সেই সময় কিছু মদ্যপ যুবকের সাথে তাদের গাড়ি রাখা নিয়ে বচসা হয়। তখনই ওই যুবকরা মাধব বাবু ও তার দাদাকে মারধর করে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাধব বাবু।তাঁকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।