স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ আগস্ট: পুরনো বিবাদের জেরে এক বৃদ্ধ ঝালমুড়ি বিক্রেতাকে ছুরি মেরে পালাবার সময় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। এরপর তাকে বেঁধে রাখা হয় একটি মন্দিরে। আশঙ্কাজনক অবস্থায় ঐ বৃদ্ধ ঝালমুড়ি বিক্রেতা চিকিৎসাধীন শক্তিনগর জেলা হাসপাতালে। খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।।আহত ব্যক্তির নাম বাগান বিশ্বাস(৬৫)। বাড়ি কৃষ্ণগঞ্জ থানার নাঘাটা এলাকায়। ঘটনাটি ঘটে কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার নালুপুর এলাকায়।

সূত্রের খবর, ওই বৃদ্ধ বিভিন্ন জায়গায় ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন। ঝাল মুড়ি খাওয়ার অছিলায় কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া এলাকায় ঐ যুবক হঠাৎই ঐ বৃদ্ধকে ছুরি মারে বলে অভিযোগ। এরপরই রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে শক্তিনগর জেলা হাসপাতালে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো বিবাদের জেরেই এই ঘটনা।


