Oikya Parishad, Durga Puja, দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আপত্তিকর মন্তব্য প্রত্যাহারের দাবি ঐক্য পরিষদের

আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: শারদীয় দুর্গাপূজার সাথে ‘গাঁজা ও মদ’কে জড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর ধর্ম অবমাননাকর বক্তব্যের মধ্য দিয়ে একদিকে যেমন হিন্দু সম্প্রদায়সহ তাবৎ ধর্মপ্রাণ জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন, অন্যদিকে নিজেকে একজন সাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে জনগণের সামনে তুলে ধরেছেন। ঐক্য পরিষদ তাঁর এ অবাঞ্ছিত ও অনভিপ্রেত মন্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

ঐক্য পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে সুস্পষ্টরূপে বলা হয়, শারদীয় দুর্গাপূজাসহ হিন্দু সম্প্রদায়ের সকল প্রকার ধর্মাচার ও ধর্মীয় অনুশীলনের সাথে ‘গাঁজা বা মদ’ ইত্যাদির কোন সম্পর্ক নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *