আমাদের ভারত, আরামবাগ, ৯ ডিসেম্বর: গুটখা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। আরামবাগে সেই নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হচ্ছে কিনা সোমবার দুপুরে তা সরেজমিনে দেখলেন ন্যাশনাল টোবাকো কন্ট্রোলের আধিকারিকরা, সঙ্গে ছিলেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। আরামবাগ বাসস্ট্যান্ড থেকে গৌরহাটী মোড়, হাসপাতাল মোড় পর্যন্ত অভিযান চালানো হয়। বেশ কয়েকটি দোকান থেকে গুটখা বাজেয়াপ্ত করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, রাজ্য সরকারের এই নিষেধাজ্ঞা সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে। গুটখার মূল উপাদান পান মশলা ও তামাক আলাদা আলাদা বিক্রি হচ্ছে বহাল তবিয়তে। বন্ধ করতে হলে গুটখা নয় তামাক বন্ধ করুক সরকার। যেখানে এই গুটখা তৈরি হচ্ছে আগে সেই কারখানা গুলো বন্ধ করুক।
তবে এদিন ন্যাশনাল টোবাগো কন্ট্রোলের পক্ষ থেকে জানানো হয় জনসমক্ষে ধুমপান করা যাবে না, আর যদি কোনও কারণে এই নিয়ম ভাঙে কোনও ব্যাক্তি তাহলে দুশো টাকা জরিমানা দিতে বাধ্য হবে।