আমাদের ভারত, মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: বুধবার রাতে বোল্ডার পাচারের খবর পেয়ে অভিযানে যান খড়্গপুরের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। খড়্গপুর লোকাল থানার সাহাচক এলাকায় বোল্ডার বোঝাই একটি লরি দেখতে পেয়ে পিছু ধাওয়া করলে এলাকার দুষ্কৃতীরা ঘিরে ধরে আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় এক রেভিনিউ অফিসার শেখ ইয়াসিন গুরুতর জখম হয়েছেন। হকিস্টিক দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। এলাকার প্রভাবশালী মুসলেম নামে এক ব্যক্তি সহ ৫০ জন আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন একধিক সরকারি আধিকারিক। আহতদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শেখ ইয়াসিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।