পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় শালবনির রানী শিরোমণি বায়োডাইভার্সিটি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, জেলা পরিষদের কর্মাধক্ষ্য জ্যোতি প্রসাদ মাহাতো, জেলা পরিষদের সদস্য উষা কুন্ডু, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিংহ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গৌতম বেড়া, সুব্রত সানি, স্বপন মাহাতো, রাজীব ফৌজদার, হরমোহন সিংহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।