Suvendu, BJP, ওড়িশার ছাত্রীর নির্যাতন, ফাস্ট ট্রাক কোর্টে মামলা দায়েরের আর্জি শুভেন্দুর

আমাদের ভারত, ১৬ অক্টোবর: দুর্গাপুরে ওড়িশার ছাত্রীর নির্যাতন প্রসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে চার্জশিট জমা দিয়ে ফাস্ট ট্রাক কোর্টে মামলা দায়েরের কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী এ কথা জানিয়ে বলেন, “এ রাজ্যে মা-বোনেরা সুরক্ষিত নন। তবে আমরা চাই, পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে চার্জশিট জমা দিয়ে ফাস্ট ট্রাক কোর্টে মামলা দায়ের করুক৷ সংবিধান অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক।”

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসাশাস্ত্রের ওই ছাত্রী। এই ঘটনায় প্রথমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। পরে বেড়েছে ধৃতের সংখ্যা। ‘নির্যাতিতা’ যাতে দ্রুত বিচার পান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। গত রবিবার ওড়িশা সরকারের এক মহিলা সদস্য-সহ তিন প্রতিনিধি দুর্গাপুরে এসে পুলিশি বাধার মুখে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *