জে মাহাতো, মেদিনীপুর, ২৩ অক্টোবর: সবং পিংলা, খড়গপুর টাউন থানার ওসি এর আগে পর পর করোনা সংক্রামিত হয়েছেনl এবার নতুন করে করোনার কবলে পড়েছেন ডেবরা থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়l কয়েকদিন ধরেই তিনি সর্দি ও হালকা জ্বরের সঙ্গে গা ব্যথায় ভুগছিলেনl বৃহস্পতিবার তিনি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে এন্টিজেন পরীক্ষা করানl শুক্রবার তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছেl করোনা সংক্রামিত ডেবরা থানার ওসি বিশ্বরঞ্জন বন্দোপাধ্যায় নিজের আবাসনেই হোম কোয়ারান্টিনে রয়েছেন l