আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১০ এপ্রিল: লক ডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মুখ দেখাল মুর্শিদাবাদ জেলার সালার থানার পুলিশ। সালার থানার অন্তর্গত হামিদহাটি পিলখুন্ডি গ্রামের এক বাসিন্দার তাঁর জীবনদায়ী ওষুধ পাচ্ছিলেন না সালার এলাকায়। পরিবারের পক্ষ থেকে সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্তর সাথে যোগাযোগ করা হয়। ওসি ইন্দ্রনীল মহান্ত নিজ উদ্যোগে বহরমপুর থেকে সেই ঔষধ আনিয়ে শুক্রবার সকালে পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
করোনা ভাইরাস মোকাবিলা জন্য সাধারন মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন ওসি ইন্দ্রনীল মহান্ত। তিনি জানান, লকডাউনের জেরে বহু মানুষ সমস্যায় পড়েছেন আমাদের সাথে যোগাযোগ করছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানো। এর আগেও একজনের জীবনদায়ী ওষুধ অমিল ছিল, তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছি। শুক্রবার সকালে জীবনদাযয়ী ওষুধ তুলে দিলাম পিলখুন্ডির পরিবারের সদস্যদের হাতে। লকডাউন সফল করতে সাধারন মানুষ ঘরবন্দি থাকুক এটাই চাইব বলে জানান তিনি।