আমাদের ভারত, হুগলী, ২৫ আগস্টের:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগ উঠল হুগলীর শেওরাফুলিতে। মঙ্গলবার শেওরাফুলি পুলিশ ফাঁড়িতে এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। শেওরাফুলি বিজেপি মন্ডলের সভাপতি স্নেহাংশু মোহন্ত এদিন অভিযোগ করেন, স্থানীয় তৃণমূলের ইউনিয়নের নেতা মোল্লা মোক্তার ওরফে শেখ ফেলু তার সোশ্যাল সাইটে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করেছেন।

দোষীর শাস্তির দাবি জানিয়ে বিজেপির বক্তব্য, কিছুদিন আগে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করাকে কেন্দ্র করে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে জেল খাটতে হয়। পরে জামিনে মুক্ত হন তারা। তবে কেন প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার জন্য তৃণমূল নেতাদের শাস্তি হবে না?


