জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে খোলা মঞ্চে অশ্লীল নাচ, গোপালনগরে গ্রেফতার ২৫

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ নভেম্বর: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রাস্তা আটকে অশ্লীন নাচের আসর। খবর পেয়ে পুজো কমিটির চার সদস্য ও পাঁচ জন কিশোরী সহ ২৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৈরামপুর অঞ্চলে। ধৃতদের দক্ষিণ মানিক কোল ও দিঘারী পঞ্চায়েতের কাঁঠাল তলা এলাকা থেকে অশ্লীল অবস্থায় পুলিশ গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে গত সোমবার থেকে বনগাঁ চাকদা রোডের পাশে গোপালনগর মানিককোল এলাকায় মঞ্চ করে বিভিন্ন অনুষ্ঠান করেন পুজো কমিটিরা। ঠাকুর দেখতে প্রচুর মানুষের ঢল নামে মানিককোল এলাকায়। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ওই মঞ্চেই শুরু হয় অশ্লীল নাচের আসর। নাচ দেখে মহিলারা প্রতিবাদ করলে পুজো কমিটির সদস্যরা মদপ্য অবস্থায় তাদের সঙ্গে খারাপ আচরণ করে। এরপরই পুলিশের কাছে খবর পৌছায়। পুলিশ সাদা পোশাকে এসে নাচ বন্ধ করে। গ্রেফতার করে পাঁচ কিশোরী ও চার পুজো কমিটির সদস্য সহ ২৫ জনকে। এদের মধ্যে ১২ জন মহিলা। আটক করা হয় সাউন্ড বক্স।

স্থানীয় বাসিন্দারদের অভিযোগ, মঞ্চে উঠে শরীর দেখিয়ে নাচের আসর চালাচ্ছিল পুজো কমিটি। কয়েকজন সদস্যকে নাচ দেখে মঞ্চে উঠে মহিলাদের গোপন অঙ্গে হাত ঢুকিয়ে টাকা দিতে দেখা যায়। প্রতিবাদ করতে গেলে এলাকার মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে পুজো কমিটির সদস্যরা। ঘটনাস্থলে পুলিশ এসে যাওয়ায় রেহাই পায় মহিলারা। পুলিশের ভূমিকায় খুশি সাধারণ মানুষ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের শুক্রবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *