আমাদের ভারত, হাওড়া, ২৯ জুন: সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রায় প্রতিদিনই দেশের পাশাপাশি রাজ্যেও আক্রান্তের সংখ্যার নতুন রেকর্ড হচ্ছে। যদিও এরই পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে। আর এবার করোনা সংক্রমণ রুখতে যজ্ঞের আয়োজন করল রানিহাটি নাবঘড়া গৌরী আশ্রম। সোমবার সকালে আশ্রম প্রাঙ্গণে ৭ জন পুরোহিত করোনা মুক্ত পৃথিবী শান্তি যোগ্য করে। পরে ভক্তদের মধ্যে শান্তির জল বিতরণ করা হয়।
আশ্রমের যজ্ঞ করা প্রসঙ্গে আশ্রমের সভাপতি প্রভাকর পন্ডিত জানান, করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত। মানুষের আতঙ্ক দূর করতেই তাদের এই আয়োজন বলে জানান প্রভাকর পন্ডিত। তিনি বলেন, আমাদের আশা খুব শীঘ্রই মানুষ এই রোগ থেকে মুক্তি পাবেন।