জে মাহাতো, মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: আপৎকালীন যুদ্ধ বিমান উঠানামার রানওয়ে তৈরি করার প্রতিবাদে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ডেপুটেশন দিল এসইউসিআই। পশ্চিম মেদিনীপুরের বাখরাবাদ সংলগ্ন এলাকায় আপৎকালীন যুদ্ধ বিমান ওঠানামা করার জন্য রানওয়ে করার যৌথ উদ্যোগে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ভারতীয় বায়ুসেনা। তারই প্রতিবাদে শুক্রবার ডেপুটেশন দিল এসইউসিআই সংগঠনের সদস্যরা। তাদের দাবি, জনবহুল এলাকায় রানওয়ে করা যাবে না। তাই অবিলম্বে এই এলাকা থেকে বাতিল করে জনহীন এলাকায় করা হোক। এই সকল দাবি নিয়ে তার এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষকে একটি ডেপুটেশন জমা দেয়।