জে মাহাতো, ঝাড়গ্রাম, ১১ নভেম্বর: ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশে ছত্রধর মাহাতোর ছবি থাকায় দলের মধ্যেই অসন্তোষ শুরু হয়েছেl দলের একাংশের বক্তব্য, ছত্রধর মাহাতোর অতীত কার্যকলাপ এই আপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছেl যদিও নেতৃত্বের একাংশের মতে, আগামী বিধানসভা নির্বাচনে ছত্রধর মাহাতোকে সামনে রেখেই দল এগিয়ে যাবে এবং সেজন্যই স্বীকৃতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশে ছত্রধরের ছবি রাখা হয়েছেল
বিজয়া সম্মিলনীর আমন্ত্রণ পত্রেও তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোর নেতৃত্বে এবং জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই বিজয়া সম্মিলনী বলে উল্লেখ করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঝাড়গ্রামের অদূরে সর্ডিহা বাংলা ময়দানে ঝাড়গ্রাম ব্লক তৃণমূলের বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে বিতর্ক দেখা দেওয়ায় অনুষ্ঠান মঞ্চের ব্যানারে ছত্রধর মাহাতোর ছবির জায়গায় দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিl মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশে ছত্রধর মাহাতোর ছবি লাগানো প্রচার ব্যানারগুলির নিচে ব্লক সভাপতি নরেন মাহাতোর নাম আহ্বায়ক হিসেবে ছাপানো হয়েছে l ছত্রধর মাহাতোর জনসাধারণের কমিটির আন্দোলনের প্রথম সারির কর্মী ছিলেন নরেন মাহাতোl
বিভিন্ন মাওবাদী মামলায় এক দশকেরও বেশি সময় জেলে কাটিয়ে বাড়ি ফেরার পর ছত্রধর মাহাতোকে রাজ্য সম্পাদক পদে নিয়ে আসে তৃণমূল l এরপর থেকেই মাওবাদীদের সঙ্গে তৃণমূলের যোগাযোগের সেই পুরনো অভিযোগ উসকে দিতে থাকে সিপিএম কংগ্রেস বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলিl এজন্যই তৃণমূলের একটি অংশ তার থেকে দূরত্ব বজায় রেখে চলছেনl সোমবার জামবনি এবং মঙ্গলবার বেলপাহাড়ি ব্লকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছেl এই সম্মেলনগুলোতে ডাকা হয়নি রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকেl ব্যানারে মুখ্যমন্ত্রীর পাশে ছত্রধরের ছবি প্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা জানিয়েছেন, কর্মীরা হয়তো রাজ্য সম্পাদক হিসেবেই ছত্রধর মাহাতোর ছবি মুখ্যমন্ত্রীর ছবির পাশে লাগিয়েছেনl এ নিয়ে বিতর্কের কিছু দেখছি নাl তবে ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানিয়েছেন, ছত্রধর মাহাতোর ছবি রাখা নিয়ে তারা আপত্তি তুলেছেন দলের ঝাড়গ্রাম ব্লক সভাপতি নরেন মাহাতো জানান, কর্মীরা কয়েকটি ব্যানারে ছত্রধর মাহাতোর ছবি লাগিয়েছে ঠিকই, তবে মূল অনুষ্ঠান মঞ্চের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছেl এ বিষয়ে অবশ্য ছত্রধর মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া তিনি দেননিl