অমরজিৎ দে,ঝাড়গ্রাম, ১১ অক্টোবর: পুজোর আগে দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাল ক্লাব। গোপীবল্লভপুরের গোল্ডেন বেঙ্গল ক্লাব ও “ওটু” ক্লাবের উদ্যোগে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল বস্ত্রদান শিবির। এদিন সরকারি সমস্ত নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে গোপীবল্লভপুরের কলেজ রোডে ৭৮ জন মহিলার হাতে শাড়ি তুলে দিলেন ওটু ও গোল্ডেন বেঙ্গল ক্লাবের সদস্যরা।
উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সুমিত দাস, গোপীবল্লভপুর থানার এএসআই স্বদেশ প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবী সত্যরঞ্জন বারিক, সত্যকাম পট্টনায়ক, সনাতন দাস, অনুপম কর, শিব পানিগ্রাহি সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। পুজোর আগে নতুন কাপড় পেয়ে খুশি এলাকার দুঃস্থ মহিলারা।