অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ নভেম্বর: রাইফেল পরিস্কার করতে গিয়ে রাইফেল থেকে ছিটকে বেরলো গুলি। আর সেই গুলিতে জখম এনভিএফ কর্মী বিশ্বনাথ দন্ডপাট। রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানায়।
পুলিশ সুত্রে জানা যায়, এদিন রাইফেলে পরিস্কার করার সময় হটাৎ করে গুলি বেড়িয়ে বেলিয়াবেড়া থানায় কর্মরত পুলিশ কর্মী বিশ্বনাথ দন্ডপাটের পেটে গুলি লাগে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে অন্যান্য পুলিশ কর্মীরা তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।সেখানে তার অবস্থার অবনতি ঘটায় তাকে কলকাতায় স্থানান্তর করা হয়।
জেলার প্রতিটি থানাতে একদিন করে রাইফেল পরিষ্কার করা হয়। পুলিশের তরফ থেকে জানা গেছে, বেলিয়াবেড়া থানায় ইনসাস রাইফেল পরিষ্কার করছিলেন
এনভিএফ পুলিশ কর্মী বিশ্বনাথ দন্ডপাট। সেই সময় হঠাৎ করেই গুলির অাওয়াজে চমকে ওঠে সকলে। কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে বেলিয়াবেড়া থানার পুলিশ।