অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪মে:
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গেল টাটা এসি পিকাপ গাড়ি। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বর্গীডাঙা কলেজে মোড়র কাছে ৯ নং রাজ্য সড়কের। নিয়ন্ত্রণ হারিয়ে এমন ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
বৃহস্পতিবার দুপুরে টাটা এসি পিকাপটি ভ্যানটি বাদাম নিয়ে ছাতিনাশোলের দিক থেকে গোপীবল্লভপুরের দিকে আসছিল। সেই সময় গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। ঘটনায় কেউ হতাহত হয়নি।