জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ এপ্রিল: বেতন বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন কর্মরত নার্সরা। বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ অবস্থানে বসেন নার্সেস ইউনিটি। জেলার প্রায় শতাধিক নার্স এদিন সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান।

সংগঠনের জেলা কমিটির সম্পাদিকা জানিয়েছেন, বেতন বৈষম্য দূরীকরণে আন্দোলনের জেরে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। তাই তারা রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছেন। নার্সদের অভিযোগ, লাগাতার অনশন আন্দোলনের চাপে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিন মাস সময় চেয়েছিলেন সংগঠনের কাছে। কিন্তু তারপর সাত মাস পেরিয়ে গেলেও দাবি পূরণ করার পথে সরকারকে এগোতে দেখা যায়নি। আন্দোলন ভেস্তে দিতে সংগঠনের নেত্রীদের অনেককেই বেছে বেছে বাড়ি থেকে বহু দূরে বদলি করে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত দূরে বদলির জন্য সাধারণ নার্সদেরও ভয় দেখানো হচ্ছে। এটাকে সরকারের প্রতিহিংসামূলক আচরণ বলেই মনে করছেন তারা। দ্রুত বেতন বৈষম্য দূর না করলে আবারও রাজ্যজুড়ে নতুন করে আন্দোলনের ঢেউ উঠবে বলেও হুঁশিয়ারি দিয়েছে নার্সেস ইউনিটি।

