গোপাল রায়, আরামবাগ, ১ মে: আরামবাগে এক বৃদ্ধার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই সন্দেহে আরামবাগ হাসপাতালে নার্স ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখন। সুরক্ষা সরঞ্জাম না পাওয়ার অভিযোগে তারা বিক্ষোভ দেখায়।
স্বাস্থ্য কর্মীদের অভিযোগ, মাস্ক, গ্লাভস, পিপিই সরবরাহ নেই হাসপাতালে। সুরক্ষা ব্যবস্থা ছাড়াই রোগীদের চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন তারা। জানাগেছে, আরামবাগের বাসিন্দা এক বৃদ্ধার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় বুধবার রাতে। বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার জ্বর, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি হন বছর ৬৫ এর ওই মহিলা। শারীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুধবার তার লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট আসার আগেই বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
এর পরেই স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। অবস্থা সামাল দিতে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সুরক্ষার সরঞ্জামের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হবে বলে আশ্বাস দিলে বিক্ষোভ থেকে বিরত হয় স্বাস্থ্যকর্মীরা।