জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ আগস্ট:
ঘাটালের বীরসিংহ পঞ্চায়েত এলাকার রাধানগর গ্রামের এক নার্স হাসপাতালে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হন। এরপর তার সংস্পর্শে এসে গোটা পরিবার আক্রান্ত হয়েছে। পরিবারের এগারো বছরের এক বালিকা সহ মোট পাঁচ জন আক্রান্ত বলে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে।
ওই পরিবারের একজন নার্স স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত অবস্থায় দুজন করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসেন। এরপর সর্দি-কাশি-জ্বরের উপসর্গ দেখা দিলে বিদ্যাসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নমুনা দেন। বুধবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপরই বাড়ির বৃদ্ধ শশুর শাশুড়ি, এগারো বছরের মেয়ে এবং ওই নার্সের স্বামীর নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসার পর গতকাল রাতে দেখা যায় পরিবারের সমস্ত সদস্য করোনায় আক্রান্ত। ওই পরিবারের পরিচারকেরও একই রিপোর্ট পাওয়া যায়। এই পরিস্থিতিতে নার্সের পরিবার তাদের বাড়িতেই হোম আইসোলেশনে থাকতে চেয়ে ঘাটাল ব্লক স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানিয়েছে।
ঘাটাল মহকুমা প্রশাসন সূত্রে জানাগেছে, একজন স্বাস্থ্য আধিকারিককে ওই নার্সের বাড়িতে পাঠানো হয়েছে। তিনি ওই বাড়িতে বৃদ্ধ-বৃদ্ধার শারীরিক অবস্থা ইত্যাদি বিবেচনা করার পর যা সিদ্ধান্ত নেবে তাই হবে।

