নীল বনিক, আমাদের ভারত,৫ এপ্রিল: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ রবিবার রাতে মোমবাতি জ্বালাবেন ঋৃতুপর্না সেনগুপ্ত। শুধু ঋতুপর্ণা নয় টলিউডের বহু শিল্পীই আজ প্রদীপ জ্বালাবেন। ঋতুপর্ণা এক ভিডিও বার্তায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাত নটায় ন’মিনিট ধরে মোমবাতি বা প্রদীপ জ্বালবার কথা বলেছেন। আমি তা পালন করবো বলে জানিয়েছেন টলিউডের পয়লা নম্বর এই নায়িকা। তিনি আরও বলেন করোনার যুদ্ধে আমরা সব ভারতবাসী এক আছি। এইযুদ্ধে আমরা জিতবোই। তাই সবাইমিলে রাতে মোমবাতি জ্বালিয়ে ভারতবর্ষের ঐক্যবদ্ধ ছবিটা তুলে ধরব।
যদিও প্রধানমন্ত্রীর এমন কর্মসূচি নিয়ে পরিচালক ও অভিনেত্রী অপর্না সেন রিরুপ প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন রাত নটায় তিনি প্রদীপ জ্বালাবেন না। রাজ্যের বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কন্যা নিজে আবার প্রদীপ জ্বালানো নিয়ে নরেন্দ্র মোদীকে কুৎসিত ভাষায় আক্রমন করেছেন। বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রীর এমন কর্মসূচিতে দ্বিধাবিভক্ত টলিউড। তবে অপর্না সেনের মতো দিকপালের উল্টোপথে হেঁটে টলিউডের বহু শিল্পী রাত নটায় মোমবাতি জ্বালাবেন