সাথী প্রামানিক, পুরুলিয়া, ২০ মে: উত্তর প্রদেশের আউরিয়ার জাতীয় সড়কের পথ দুর্ঘটনায় পুরুলিয়া জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭। হুড়া ব্লকের জামবাদ গ্রামের প্রকাশ কালিন্দী নামে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হল। খবর পেয়ে দেহ বাড়িতে পৌঁছানোর আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মৃতের মা’য়ের হাতে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দেন স্থানীয় বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া। স্থানীয় মহকুমা শাসক ও বিডিও উপস্থিত ছিলেন মৃতের বাড়িতে।
প্রসঙ্গত, ১৫ মে উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় পুরুলিয়ার মোট সাত জন শ্রমিকের মৃত্যু হল। মৃত সবার বাড়িতেই রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক পৌঁছে যায়। এঁদের মধ্যে মফস্বল থানার দুমদুমি গ্রামে চন্দন রাজোয়াড় ও মিলন বাদ্যকর, জয়পুর থানার ঝাল মামড়া গ্রামের গণেশ রাজোয়াড় এবং কোটশিলা থানার উপর বাটরি গ্রামে অজিত মাহাতো, বীরেন মাহাতো ও স্বপন রাজোয়াড়ের দেহ ১৮ মে পরিবারের হাতে দেহ তুলে দেয় পুরুলিয়া জেলা প্রশাসন। হুড়া ব্লকের জামবাদ গ্রামের মৃত শ্রমিক প্রকাশ কালিন্দীর দেহ আনতে জেলা প্রশাসনের একটি দল রওনা দিয়েছে।