আমাদের ভারত, কলকাতা, ৮ মার্চ: এনএসএস ইউনিটের তরফে বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ে দশদিনের শিবির বৃহস্পতিবার শেষ হল।
২৭ ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চ এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয় সংলগ্ন পেয়ারা বাগান বস্তিতে এই শিবিরে বস্তির বাচ্চাদের অংকন, ক্রীড়া প্রশিক্ষণ, মহিলাদের সেলাই এবং হাতে কলমে কাজের প্রশিক্ষণ দেওয়া হয়।
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায় একটি রক্তদান শিবিরে ৩২ জন রক্ত দান করেন। পশ্চিমবঙ্গ উপভোক্তা বিষয়ক দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে একটি সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়। এনজিও ‘দীক্ষা‘-র তরফে নারী সুরক্ষা বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যবস্থা ছিল ক্যারাটে এবং যোগ প্রশিক্ষণেরও।
এই প্রশিক্ষণ শেষে আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার। শিবিরের শেষ দিনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। উপহার দেওয়া হয় অংশগ্রহণকারীদের সবাইকে। বস্তির বাচ্চাদের দিয়ে “স্বাস্থ্যই সম্পদ” নামে একটি নাটক মঞ্চস্থ করানো হয়। জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডের ক্ষতিকারক দিক নিয়ে পরিবেশিত নাটকটি লেখেন এনএসএস ভলান্টিয়ার বিপ্লব ঘোষ, পরিচালনা করেন এনএসএস স্বেচ্ছাসেবী অনন্যা রায়। বাচ্চাদের আঁকা এবং লেখা নিয়ে “রামধনু” নামের একটি দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন উপাচার্য।
উল্লেখ্য, এই শিবিরে ৫০ জন জাতীয় সেবা যোজনার স্বয়ংসেবক অংশগ্রহণ করার সুযোগ পান। তাদের পাঁচটি দলে ভাগ করা হয়। এই দলের নেতৃত্বে ছিলেন বিপ্লব ঘোষ ,শেখ শাহবাজ হোসেন, মৌসুমী দত্ত, প্রিয়াঙ্কা প্রসাদ ও শ্রেয়া কন্ঠ। সামগ্রিক দায়িত্ব পালনে ছিলেন প্রোগ্রাম অফিসার ড. অবন্তিকা মন্ডল। অন্যান্য দায়িত্ব পালন করেন রাজু ঘোষ, সুদেষ্ণা দত্ত, দীপক মহাপাত্র, প্রসেনজিৎ বালা, অদ্রিজা পানিগ্রাহী, অনীশা দাঁ ও অনন্যা রায়।
এনএসএস স্বেচ্ছাসেবী বিপ্লব ঘোষ বলেন, “২০২৩-২৫ শিক্ষাবর্ষে এনএসএস-এর এটি প্রথম ১০ দিনের শিবির। বিশ্ববিদ্যালয়ের অ্য -পেয়ারা বাগান বস্তিতে এই সুবিধা অনুষ্ঠিত হলো। অনেক অভিজ্ঞতা অর্জন করলাম এই শিবির থেকে। সেলাই থেকে শুরু করে উপভোক্তা বিষয়ক নিয়ম কানুন, রক্তদান শিবির, ক্যারাটে প্রশিক্ষণ, যোগ প্রশিক্ষণ, এইডস সচেতনতা শিবির এবং সমাপ্তি অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব— অনেক অনেক অভিজ্ঞতা অর্জন হল।”

