সেনা- আধা সামরিক বাহিনীর মতো অনাবাসী ভারতীয়দের পোস্টাল ব্যালেটে ভোটদানে সম্মতি বিদেশ মন্ত্রকের

আমাদের ভারত, ৫ জানুয়ারি:অনাবাসী ভারতীয়রা বৈদ্যুতিন মাধ্যমের পোস্টাল ব্যালটের সাহায্যে ভোট দান করতে পারবে। নির্বাচন কমিশনের এই প্রস্তাবে বিদেশমন্ত্রক সম্মতি জানিয়েছে। তবে এই বিষয়টির সঙ্গে যুক্ত সকলের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রক। নির্বাচন কমিশনকে এই প্রস্তাব যদি কার্যকরী করতে হয় তাহলে ১৯৬১ সালের নির্বাচনী আইন পরিবর্তন করা প্রয়োজন। তাই সংশ্লিষ্ট আইন পরিবর্তনের জন্য গত ২৭ নভেম্বর আইনমন্ত্রকের সচিবের কাছে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

কমিশনের দাবি দেশের সাধারন নির্বাচনের পাশাপাশি আগামী এপ্রিল-মে মাসে অসম, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু পদুচেরির বিধানসভা নির্বাচনে অনাবাসী ভারতীয়রা যাতে বৈদ্যুতিন মাধ্যমের সাহায্যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য প্রশাসনিকভাবে তারা প্রস্তুত।

আইন মন্ত্রকের কাছে চিঠিতে কমিশন জানিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের জন্য অনাবাসী ভারতীয়দের কাছে অনেক অনুরোধ পেয়েছেন তারা। চাকরির পড়াশোনা বা ভ্রমণের জন্য যেসব ভারতীয়রা দেশের বাইরে মূলত তাদের কাছ থেকেই অনুরোধ এসেছে। এছাড়াও করোনার কারণে যারা বিদেশে আটকে গিয়েছেন তারাও এইভাবে ভোট দিতে ইচ্ছুক।

কমিশন জানিয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য অনাবাসী ভারতীয়দের ফর্ম নম্বর ১২ পূরণ করতে হবে। নির্বাচনে নির্দেশিকা জারির অন্তত ৫ দিন আগে নির্বাচন অফিসারের কাছে পোস্টাল ব্যালেট পৌঁছানো দরকার। এরপর ওই অফিসারের স্বাক্ষরিত ব্যালটে ভোট গণনার দিন সকাল আটটার মধ্যে সংশ্লিষ্ট অনাবাসী ভারতীয়র ভোটকেন্দ্রে জমা হতে হবে।

এখনো পর্যন্ত সেন- আধাসামরিক বাহিনী এবং সরকারি চাকরির জন্য বিদেশে বসবাসকারীরা এই ব্যবস্থায় ভোট দিতে পারেন। এবার অনাবাসী ভারতীয়র জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পথ খুলতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *