আমাদের ভারত, ৬ আগস্ট: উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। আর ক্ষমতায় ফিরেই বড় পদক্ষেপ করল এন বিরেন সিং সরকার। মণিপুর বিধানসভার সদস্যদের আনা দুটি ব্যক্তিগত প্রস্তাবে সম্মতি দিয়ে সর্বসম্মতভাবে মণিপুর বিধানসভা সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে একটি জনসংখ্যা কমিশন তৈরি করা হবে এবং জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি চালু হবে।
শুক্রবার বাজেট অধিবেশনের শেষ দিনে জেডিইউ বিধায়ককে এইচ জয় কিষান বিধানসভায় এই প্রস্তাব দুটি পেশ করেন। তাঁর দাবি, ১৯৭১ থেকে ২০০১ সালের মধ্যে রাজ্যের পার্বত্য অঞ্চলের জনসংখ্যা প্রায় ১৫৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। সেখানে ২০০১-২০১১ সালে জনসংখ্যা ২৫০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বেআইনি অনুপ্রবেশ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন জেডিইউ বিধায়ক। তার দাবি, পাহাড়ে বসতি স্থাপনের জন্য উপত্যকার জেলাগুলির লোকেদের উপর বিধিনিষেধ রয়েছে। তা সত্বেও জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তার ধারণা বেআইনিভাবে অনুপ্রবেশের কারণেই ব্যাপকহারে জনসংখ্যা বেড়েছে। মণিপুরের কাছেই মায়ানমার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। মনে করা হচ্ছে জেডিইউ বিধায়ক সে দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন।
জেডিইউ বিধায়কের পেশ করা দুটি প্রস্তাবের আলোচনায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তিনি জানিয়েছেন, জনসংখ্যা কমিশন প্রতিষ্ঠা করা এবং রাজ্যে এনআরসি বাস্তবায়নের জন্য এই জাতীয় পদক্ষেপগুলি সর্বসম্মতভাবে বিধানসভার সকল সদস্যদের সম্মিলিত স্বার্থে কাজ করবে। এবার অসমের উত্তর-পূর্বের অপর রাজ্য মণিপুরে কবে এনআরসি চালু হয় এখন এটাই দেখার।

