সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৮ ডিসেম্বর: অবশেষে কংগ্রেসের শীত ঘুম ভাঙল। সিএএ এবং এনআরসি বিরোধীতায় আন্দোলনের পথে নামল পুরুলিয়া জেলা কংগ্রেস।শনিবার, জেলা সভাপতি তথা অভিজ্ঞ বিধায়ক নেপাল মাহাতোর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।রাজ্য নেতা পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায় ছাড়াও জেলা নেতৃত্ব যোগ দেন দলীয় ওই কর্মসূচিতে।
কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতির নিন্দা ও সমালোচনা করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা কর্মীরা। পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিকতা মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হয়। দলেরপ্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই বিশেষ কর্মসূচি বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। মিছিলের পর একটি জনসভাও অনুষ্ঠিত হয়। সেখানেই বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধীতা করে তোপ দাগেন বিধায়ক নেপাল মাহাতো সহ কোংরসের অন্যান্য নেতৃবর্গ।