আমাদের ভারত,২৪ ডিসেম্বর:এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য এনপিআরের বিরোধিতা করেছে। কিন্তু তার পরেও এনপিআর আপডেটের সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।
এনপিআর আপডেটের জন্য আনুমানিক সাড়ে আট হাজার কোটি টাকা খরচ হবে বলে ধরা হয়েছে। জনগণনা কমিশনের তরফে জানানো হয়েছে এনপিআরে নথিভুক্ত হবে দেশের স্থায়ী বাসিন্দাদের যাবতীয় তথ্য।নথিভুক্ত হবে বায়োমেট্রিক তথ্য।
কোন একটি জায়গায় অন্তত ছয় মাস একটানা থাকলে তবেই এনপিআরে নথিভুক্ত হবে তার নাম। ভারতের সমস্ত স্থায়ী বাসিন্দাদের এনপিআরে নাম নথিভুক্ত করানো বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে মোদি সরকার।
২০২০এপ্রিল থেকে সেপ্টেম্বর এর মধ্যে এনপিআর তৈরীর কাজ চলবে। এর আগেই ইউপিএ সরকার ২০১০সালে এনপিআর তৈরীর জন্য প্রথম তথ্য সংগ্রহ করেছিল। ২০১১ সালের সংগ্রহ করা হয়েছিল পরিবার ভিত্তিক তথ্য
২০১৫ সালে তা প্রথমবার আপডেট করা হয়। এবার একই সঙ্গে ব্যক্তি ও পরিবারের তথ্য সংগ্রহ করবে সরকার।
এদিকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলছে দেশ জুড়ে আন্দোলন। তার মধ্যে পশ্চিমবঙ্গ ও কেরল ইতিমধ্যে এনপিআরের কাজ স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। কিন্তু সব কিছুকে উপেক্ষা করেই মঙ্গলবার এনপিআরে সবুজ সংকেত দিল মোদী মন্ত্রীসভা।