আমাদের ভারত, ১৪ মে: বিজেপি সহ রাজ্যের সব বিরোধীরাই বার বার অভিযোগ করেন পুলিশ দলদাসে পরিণত হয়েছে। ভোটের ক্ষেত্রেও কোনো অশান্তির ঘটনা ঘটলে পুলিশ তাতে সামাল দিতে কোনো সক্রিয় ভূমিকা নেয়নি। বার বার বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হলেও পুলিশ পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তাই পুলিশকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি পরামর্শ দিলেন, এখন হাওয়া বিজেপির পক্ষে, এরপর সুনামি আসবে, হাওয়া মোরগের মতো ঘুরে যান।
বাঁকুড়ায় ভোট প্রচারে গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত মজুমদার বলেন, “বিজেপির পক্ষে হাওয়া। এরপর সুনামি আসবে। তাই আগেভাগে হাওয়া মোরগের মতো ঘুরে যান। তিনি দাবি করেন, এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে ৩০ এর ওপরে আসন পেলে এক বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। তাই তাঁর হুঁশিয়ারি, বিরোধী দলের নেতা কর্মীদের ওপর হামলা হলে ব্যবস্থা নিন। না হলে বিজেপি ব্যবস্থা নেবে। একই সঙ্গে কর্মীদের প্রতি সুকান্ত মজুমদারের নিদান, “পুলিশ ব্যবস্থা না নিলে আমরা পাল্টা ব্যবস্থা নেব।”
এসএসসি এবারের ভোটের অন্যতম বড় ইস্যু। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার বলেন, “টাকা দিয়ে পাওয়া চাকরি বেশিদিন বাঁচবে না। এটাই সুযোগ, তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে কলার ধরে টাকা আদায় করুন। একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান। বিজেপি ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে সেই টাকা উদ্ধার করে দেবে।
নিজের বক্তব্যের সমর্থনে তিনি আরো বলেন, বেকার ছেলেদের অনেকে জমি বিক্রি করে চাকরির জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছে। এখন চাকরি চলে গেলে সে কী করবে? তাকে তো টাকাটা আদায় করে দিতে হবে। সে একা না পারলে আমরাও সঙ্গে যাব।
তবে শুধু চাকরির টাকা আদায় করা নয়, তার পাশাপাশি সুকান্ত মজুমদার বলেন, “জনগণের টাকা এখন যে যত খাচ্ছে খেতে দিন। পরে বাইরে দড়ি দিয়ে উল্টো করে টাঙিয়ে রাখবো আর জনগণের টাকা বমি করাবো।”