সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ নভেম্বর:
পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদানের পর লড়াই জারি রাখার শপথ গ্ৰহণ করে বাঁকুড়ায় নভেম্বর বিপ্লব দিবস পালন করলো বাম শ্রমিক সংগঠন। বাঁকুড়া শহরের কেরানীবাঁধে নন্দী মিলে, রেলওয়ের মাল গুদামে, বিড়ি শ্রমিক ইউনিয়ন, বাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে, বড়জোড়ার সৃষ্টি ইস্পাত কারখানায়, ট্রান্স দামোদর কোলিয়ারি সহ বিভিন্ন কারখানায় এই দিনটি
পালন করা হয়।
বাম শ্রমিক সংগঠন সিটু নেতারা জানান, বর্তমানে হিন্দুত্ববাদী কর্পোরেটদের স্বার্থে দেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক কাঠামোর ওপর আঘাত হানা হচ্ছে, তাদের স্বার্থেই রচিত হচ্ছে শ্রম কোড ও বিদ্যুত আইন। সে কারণেই এই আইনের সাথে বিদ্যুৎ ক্ষেত্রে স্মার্ট মিটার বসানোর ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান জানানো হয় এদিনের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটু নেতা অধ্যাপক প্রতীপ মুখার্জি, উজ্বল সরকার, বানেশ্বর গুপ্ত, তপন দাস, সোহরাব মন্ডল প্রমুখ।