Arms dealer, Khargapur, খড়্গপুরে পুলিশের জালে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী, উদ্ধার একাধিক বন্ধুক ও গুলি, পুলিশের নজরে আরও দুই

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: শনিবার খড়্গপুর শহর সংলগ্ন নিমপুরার রাখা জঙ্গল এলাকায় অস্ত্র কেনা বেচা করা হবে, এমন খবর এসেছিল পুলিশের কাছে। সেইমতো খড়্গপুর টাউন থানার আইসি পার্থসারথি পালের নেতৃত্বে বিশেষ দল লুকিয়ে ছিল জঙ্গলে। এরপর অস্ত্র বিক্রি করতে আসার সময়ই পুলিশের জালে ধরা পড়ে যায় দীপঙ্কর সুকলা নামে এক অস্ত্র কারকারী। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একটি নাইন এমএম পিস্তল, পাঁচটি বন্ধুক, একটি ছুরি, ১৭টি লাইভ কার্তুজ। ১৭টি কার্তুজের মধ্যে ১৬টি ৭.৬ এম এম ও একটি ৮ এম এম কার্তুজ।

জানা গিয়েছে, ধৃতের বাড়ি খড়্গপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া এলাকায়। অস্ত্র বিক্রির আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় কুখ্যাত এই অস্ত্র কারবারি। ধৃতের বিরুদ্ধে এর আগেও বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার মামলা ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, শনিবার দীপঙ্কর খড়্গপুর শহরের খরিদা এলাকার বাসিন্দা আর উমেশ কুমার ও জামশেদপুরের বাসিন্দা রাধেশ্যাম সিংকে এই অস্ত্র সরবরাহ করতে এসেছিল। উল্লেখ্য, এই উমেশ কুমার এবং রাধেশ্যাম সিং দু’জনেই এর আগে রেল শহরের মাফিয়া শ্রীনু নাইডু খুনে অভিযুক্ত ছিল। এরপর রাধেশ্যাম একটি ড্রাগস পাচারের মামলাতেও পুলিশের জলে ধরা পড়ে। দিন পনেরো আগেই জেল থেকে জামিনে মুক্ত হয় সে।

পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, এই অস্ত্রগুলো নিয়ে খুনের পরিকল্পনা সাজাচ্ছিল সদ্য গজিয়ে ওঠা একটি গ্যাং। সেই গ্যাং- এর সদস্য ছিল আর উমেশ কুমার ও রাধেশ্যাম সিং। এই দু’জনের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *