আমাদের ভারত, ১৫ ডিসেম্বর: বিজেপির নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীর বিয়ের রেজিস্ট্রেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার আইনজীবী কৌস্তুভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে উপস্থিত থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সুর চড়ান। এছাড়াও আর জি কর- এর ঘটনায় দুই অভিযুক্তের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার মেয়রের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, এটা আজকের কথা নয়, অনেক দিন আগেই উনি ওনার ধর্মে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছিলেন ‘দাওয়াতে ইসলাম’এ। এছাড়াও বেশ কয়েকদিন আগে উনি বলেছিলেন, আমি সেই দিন খুশি হব, যখন পশ্চিমবঙ্গের বেশি সংখ্যক মানুষ উর্দুতে কথা বলবে। এটা ওনার অনেক দিনের ইচ্ছা। তার মধ্যে আজ উনি আরও একটি সংযোগ করেছেন যে, জনসংখ্যা দিয়ে পশ্চিমবঙ্গে না, ভারতে সংখ্যাগরিষ্ঠ হতে হবে। তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে এই সংবিধান চলবে না। তখন তারা মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ডের আইন চালু করবে। ওনার কথাবার্তা খুব ভয়ঙ্কর।
তিনি আরও বলেন, যেদিন ববি হাকিম এবং সিদ্দিকুল্লারা একশোর উপরে আসন পাবে সেদিন আর মমতা ব্যানার্জি এবং ভাইপোর আর কোন ক্ষমতা থাকবে না।
আর জি কর- এর মামলায় দুই অভিযুক্তের জামিনের বিষয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, “সিবিআই চার্জশিট দিতে চাইলে দিতে পারত কিন্তু সেটা বেল সেকশনে হতো তাই আগামীতে নিশ্চই চার্জশিট দেবে। তবে তিলোত্তমার পরিবারের পাশে আমি আছি।” তিনি এদিন আবারো দাবি করেন, তিলোত্তমার খুনের ঘটনায় বড় মাথারা যুক্ত রয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রমাণ লোপাট হয়েছে।