আমাদের ভারত, ৭ আগস্ট: “জাতীয় তাঁতশিল্প দিবসে আমি গভীর শ্রদ্ধা জানাই ভারতের অসংখ্য তাঁত শিল্পীকে, যাঁদের অক্লান্ত পরিশ্রম, নিপুণ কৌশল ও শিল্প সুষমা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রকৃত ধারক ও বাহক।” বৃহস্পতিবার এভাবে তাঁতশিল্প দিবসকে স্মরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “তাঁদের সৃষ্টিতে শুধু অতীতের গৌরবই নয়, বর্তমান ভারতের অর্থনীতির গতিও নিহিত রয়েছে। আসুন, আমরা তাঁতশিল্পকে সংরক্ষণ করি, আজকের এই বিশেষ দিনটিকে উদ্যাপন করি এবং গর্বের সঙ্গে ধারণ করি।
ভারতের যশস্বী প্রধানমন্ত্রী সম্মাননীয় নরেন্দ্র মোদীকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অগ্রণী পদক্ষেপেই ভারতের হ্যান্ডলুম ঐতিহ্য পুনরায় নতুন করে জাগরিত ও সম্মানিত হয়েছে।”