আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে আজ ঠিক রাত ন’টায় ৯ মিনিটের জন্য আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালাতে বলেছিলেন। নেহাত না হলে মোবাইলের আলো জ্বালানোর কথা বলেছিলেন। সেই ডাকে সাড়া হয়তো সবাই দেননি। কিন্তু জেলার সদর তমলুক সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে এই ডাকে সাড়া দিয়েছেন। অনেকেই হয়তো এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছেন। কিন্তু আপামর সাধারণ মানুষ সব কিছুর ঊর্ধ্বে উঠে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোদিজীর এক হওয়ার যে ডাক সেই ডাকে সাড়া দিয়েছেন।
শুধু মোমবাতি নয় অনেকে বাজিও ফাটয়েছেন। কোনও কোনও বাড়িতে একটা দুটো মোমবাতি জ্বলছে, আবার অনেক বাড়িতে সার দিয়ে মোমবাতি জ্বলেছে দেওয়ালির মত। কেউ কেউ আবার উৎসবের মতো পালন করেছেন দিনটিকে। বাজিও পুড়েছে প্রচুর। তবে বাধ সেধেছে রাস্তার লাইট। অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে রাস্তার লাইটগুলি। সবমিলিয়ে মনে হল যেন অকাল দেওয়ালি হল আজ রাত ৯ টায়। কতটা সফল বা কতটা বিফল সেই বিতর্কে না গিয়ে সবাই চেয়েছেন একযোগে করোনা দূর হোক দেশ থেকে।