আশিস মণ্ডল, রামপুরহাট, ৫ সেপ্টেম্বর: সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে দলেই থাকার কথা জানিয়ে দলেন তৃণমূলের নলহাটি ২ নম্বর ব্লক সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। শনিবার দুপুরে নলহাটির নবহিমাইতপুর গ্রামে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে দেন বিভাসবাবু।
প্রসঙ্গত, ৩০ আগস্ট নলহাটির নবহিমাইতপুর গ্রামে তৃণমূলের ব্লক সভাপতি বিভাস চন্দ্র অধিকারীর অনুকূল ঠাকুরের আশ্রমে আসেন বিজেপি নেতা মুকুল রায়। এরপরেই জল্পনা শুরু হয় যে, তৃণমূলের ব্লক সভাপতির পদ ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বিভাসবাবু। তৃণমূলের অন্দরেও বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে বিভাসবাবুর প্যাড ব্যবহার করে কে বা কারা জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে একটি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এনিয়ে বিভাসববাবু বলেন, “আমি কোনও পদত্যাগপত্র জমা দিইনি। যদি কেউ দিয়ে থাকে তাহলে আমার প্যাড ও সই নকল করা হয়েছে। বিষয়টি দলের জেলা সভাপতি দেখছেন।
বিভাসবাবু বলেন, “আমার আশ্রমে সমস্ত রাজনৈতিক দল এবং ধর্মের মানুষ আসেন। সেইভাবে মুকুলবাবুও এসেছিলেন। কোনও অতিথি আমার আশ্রমে এলে তার সন্মান করা আমার কর্তব্য। এটা ঠাকুর বলেছেন। তাছাড়া আমি মুকুলবাবুর সঙ্গে কোনও বৈঠক করিনি। আমি দৃঢ়ভাবে বলতে পারি তৃণমূল ছাড়ছি না। আর বিজেপিতে যোগ দেওয়ার কোনও বাসনা আমার নেই। দল মনে করলে আমাকে সরিয়ে দিতে পারে। দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করে যাব। ঠাকুর বলেছেন ‘ধর্মে সবাই বাঁচে মরে, সম্প্রদায়টা ধর্ম না রে!’। এই বানী অক্ষরে অক্ষরে পালন করে যাব”।
এদিন আশ্রম প্রাঙ্গনে কর্মীদের নিয়ে বৈঠক করেন বিভাসবাবু। সেখানে উপস্থিত ছিলেন দলের জেলা সহ সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রান্না সহ অনেকে। ত্রিদিববাবু বলেন, “আশ্রমে যে কেউ আসতে পারেন। কিন্তু এনিয়ে কিছু সংবাদ মাধ্যম অহেতুক বিতর্কের সৃষ্টি করছে। আমরা চাই রং না চড়িয়ে সঠিক সংবাদ পরিবেশন করা হোক”।

