আমাদের ভারত, ২১ নভেম্বর: “হাওড়ার মানুষ বিগত ১০-১২ বছর ধরে হাওড়াকে নগর নিগম না বলে হাওড়া নরক নিগম বলছে।” শুক্রবার বিজেপি-র এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন দলের রাজ্য সম্পাদক উমেশ রাই।
তিনি বলেন, ভারতবর্ষে যে স্বচ্ছতার সমীক্ষা করা হয়, তার মধ্যে সব থেকে নোংরা শহর হিসেবে প্রথমে নাম এসেছে হাওড়ার। সাত বছর হয়ে গেল এখনো হাওড়া কর্পোরেশনের নির্বাচন হয়নি। এই সাত বছর আমাদের সাতবার প্রশাসনিক কমিটির প্রধান বদল হয়েছেন।
এছাড়াও তিনি বলেন, হাওড়ার সবথেকে বড় সমস্যা অবৈধ নির্মাণ। সেটাকে বৈধ করেছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই ব্যবসা রমরমিয়ে চলছে। আদালত থেকে কয়েকশো বাড়ি ভাঙ্গার নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও বাড়ি ভাঙ্গা হয়নি।
হাওড়া শহরের যারা রাস্তার ঠিকাদার তারা প্রায় ১৫০ কোটি টাকা কর্পোরেশনের কাছে পায়, কিন্তু সেই টাকা এখনও পায়নি তারা। এই দুর্নীতির জবাব বাংলার মানুষ দেবে। হাওড়ার জনগণ আগামী দিনে এই তৃণমূল সরকারকে যোগ্য জবাব দেবে।
বড়বাজারের পুরমাতা মীনাদেবী পুরোহিত অভিযোগ করেন, সুপার স্পেশালিটি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নূন্যতম ওষুধ থাকে না। যেগুলি থাকে সেগুলিও প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং সেগুলোর গুণগত মানও খুব বাজে।

