আমাদের ভারত, কলকাতা, ২ মে: করোনা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে লড়াই করছে। শনিবার এইকথা বললেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি। তিনি বলেন, প্রতিদিন স্বেরাচারী মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের পুলিশ দিয়ে গ্রেফতার করাচ্ছেন। বিজেপি নেতাদের ত্রাণ দেওয়া আটকাতে পুলিশকে ব্যাবহার করছেন মুখ্যমন্ত্রী। অথচ সেই পুলিশের পিপি কিট দিচ্ছে না রাজ্য। রাজ্য সরকার করোনার যুদ্ধে লড়াই করার জন্য স্বাস্থ্যকর্মীদের কোনও রকম সুরক্ষা কবচ দিচ্ছে না। আর বিজেপি নেতারা তা তুলে ধরলেই তাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হচ্ছে।
একদিকে বিজেপি নেতাদের গ্রেফতার অন্যদিকে সোস্যাল মিডিয়ায় তৃণমূলের মিথ্যে প্রচার। কোটি কোটি টাকা নিয়ে প্রশান্ত কিশোরকে দিয়ে প্রতিদিন সোস্যাল মিডিয়ায় মিথ্যে তথ্য আপলোড করছে তৃণমূল। তবে তৃণমূলের মিথ্যে তথ্যে মানুষ ভুলছে না বলে জানান রাজু ব্যানার্জি। তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সঠিক সময়ে মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন মিথ্যে কথা বলার পরিণাম কি।