Sukanta, BJP, রাজ্য বাজেটের কিয়দংশ বরাদ্দ, কেন্দ্রের পাঠানো অর্থের সুফল পায় না মানুষ, তৃণমূলের আমলে বঞ্চিত-অবহেলিত উত্তরবঙ্গ, অভিযোগ সুকান্তর

আমাদের ভারত, ২০ নভেম্বর: বর্তমান রাজ্য সরকারের আমলে বঞ্চনার শিকার উত্তরবঙ্গ। রাজ্যে যা বাজেট হয় তার কিয়দংশ টাকাই পৌঁছায় সেখানে। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার বিধাননগরে রাজ্য বিজেপির দপ্তরে উত্তরবঙ্গের আরেক বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে পাশে নিয়ে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, গোটা রাজ্যের জন্য তৃণমূল সরকার যা বাজেট করে তার কিয়দংশ বরাদ্দ থাকে উত্তরবঙ্গের জন্য।

একই সঙ্গে কেন্দ্র সরকার উত্তরবঙ্গের উন্নয়নের কাজে যে টাকা বরাদ্দ করে সেই কাজে বাধা দেয় তৃণমূল বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, উত্তরবঙ্গে খেলাধূলার উন্নতির জন্য নিশীথ প্রামাণিক কোচবিহারে একটি স্টেডিয়াম গড়ার উদ্যোগ নিয়েছিলেন। এর জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ হয়। রাজ্য সরকারের বাধার জন্য জমি পাওয়া যায়নি। এরপর রেলের জমিতে ওই স্টেডিয়াম করার উদ্যোগ নিলে দেখা যায়, সেখানে রাজ্য বিদ্যুৎ দপ্তরের হাই মাস্ট আলো বসানো আছে। বারবার এই বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কোনো পদক্ষেপ করেনি। ফলে স্টেডিয়ামের জন্য জমি স্রেফ পাঁচিল দিয়ে ঘেরা হলেও তারপর আর কাজ হয়নি।

সুকান্ত মজুমদার আরো অভিযোগ করেন, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পর কেন্দ্রীয় সরকার টাকা পাঠালেও উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছে দেয়নি তৃণমূল। উত্তরবঙ্গে সরকারি স্বাস্থ্য পরিষেবারও সমালোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

তাঁর দাবি, উত্তরবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে উত্তরবঙ্গের মানুষ এমনকি তৃণমূলের নেতারাও চিকিৎসা করতে চলে আসেন হয় কলকাতা না হলে রাজ্যের বাইরে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গত ১২ বছরে রাজ্য সরকার করলা সেতুর অ্যাপ্রোচ রোড তৈরি করে উঠতে পারেনি।

সুকান্ত মজুমদারের সঙ্গে নিশীথ প্রামাণিক অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকারের আমলে অবহেলিত উত্তরবঙ্গ।

যদিও তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ মুখোপাধ্যায় এই অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, সবার আগে সুকান্ত মজুমদার উত্তর দিন। উত্তরবঙ্গে এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের পরেও কেন সেটা জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হলো না? উত্তরবঙ্গে বাড়ি হয়েও সুকান্ত নিজে কেন এই দাবি করলেন না? দিনের পর দিন সাধারণ মানুষ ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার পর যখন আদালতে আদেশ দেয় কেন তার পরেও বিজেপি সরকার সেই টাকা পাঠায় না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *