অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১৭ এপ্রিল: ২৬ এপ্রিল থেকে তিন দিন ধরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিকেশন কাউন্সিল (‘ন্যাক‘)-এর রিপোর্ট পর্যালোচনা করবেন বিশেষজ্ঞদল।
২০২০ সালের জুনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ন্যাক-এর চতুর্থ পর্যায়ের মূল্যায়ন। তার প্রতিবেদন পর্যালোচনা এবং পরবর্তী পর্যায়ের ন্যাক মূল্যায়নে আরও ভাল পরিকল্পনা করতে বিশ্ববিদ্যালয় পেশাদারদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল।
উল্লিখিত কমিটির প্রথম সফর ২৬ থেকে ২৮ এপ্রিল হবে। সেখানে তারা শেষ স্বমূল্যায়িত প্রতিবেদন, পিয়ার টিমের মন্তব্য এবং পরামর্শের পাশাপাশি গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নতি পরীক্ষা করবে। ন্যাক স্কোরের ক্ষেত্রে আরও উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলিও সুপারিশ করবে বিশ্ববিদ্যালয়কে।
বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসাবে অংশ নেবেন ইউজিসি-র প্রাক্তন সচিব ড. আর কে চৌহান, পঞ্জাবের চিতকারা বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা ডঃ কে কে মিশ্র, পরিচালক (অ্যাক্রিডিটেশন), হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বীর বালা আগরওয়াল। এছাড়াও, হরিয়ানার এমডি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক বি কে পুনিয়া ভার্চুয়াল মোডে উপস্থিত থাকবেন। সফরের সমন্বয় করছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রঞ্জিতা চক্রবর্তী। বিশেষজ্ঞ কমিটির সফরের সময় বিশ্ববিদ্যালয় প্রতিটি আধিকারিক ও শিক্ষককে উপস্থিত থাকার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওম প্রকাশ মিশ্র সোমবার জানান, “আমাদের লক্ষ্য উচ্চ মানসম্পন্ন শিক্ষা এবং গবেষণার জন্য এই বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া। এই কমিটি জাতীয়ভাবে খ্যাতিমান সদস্যদের মনোনীত করে তৈরি করা হয়েছে। তাঁরা শেষ রিপোর্ট পর্যালোচনা করবে এবং পরবর্তী পর্যায়ের ন্যাক মূল্যায়নের আরও ভাল নম্বর পেতে উন্নতির পরামর্শ দেবে।”

