আমাদের ভারত, ১৫ অক্টোবর: বাংলাদেশের কুমিল্লায় দুর্গা পুজোর প্যান্ডেলে ভাঙ্গচুর এবং প্রতিমা পুকুরে ফেলে দেওয়ার ঘটনার প্রতিবাদে সোচ্চার আমেরিকার অনাবাসী বাঙালি হিন্দু সমাজ। আজ ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে তাঁরা প্রতিবাদে শামিল হন।
গোটা বাংলাদেশ জুড়ে দুর্গাপূজায় ১০০ টিরও বেশী মণ্ডপে হামলা এবং প্রতিমা ভাঙ্গচুর করা হয়। কুমিল্লায় দুর্গা প্রতিমা পুকুরে ফেলে দেওয়া হয় এবং বহু হিন্দুকে মারধর করা হয়। পুজোমণ্ডপে হনুমানের পায়ের কাছে কোরান রাখা হয়েছে এই প্রচার ছড়িয়ে পড়ায় সেখানে একদল মানুষ হামলা চালায়। মন্ডপ ভেঙ্গে প্রতিমা পাশের পুকুরে ফেলে দেয়। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হলেন ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে বসবাসরত বাঙালি হিন্দুরা।
সিলিকন ভ্যালির ফ্রিমন্ট মন্দিরে প্রতিবছর দুর্গাপূজা হয়। এবারও ধুমধাম সহকারে পুজো হচ্ছে। বাংলাদেশের ঘটনায় তারাও প্রতিবাদ জানালেন। আজ মন্দিরের সামনে বহু মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে কুমিল্লার ঘটনার প্রতিবাদ জানান। মন্দিরের আলো এক মিনিট বন্ধ রেখে নীরবতা পালন করা হয়।
পুজো কমিটির সভাপতি যুধাজিৎ সেনমজুমদার জানিয়েছেন, কুমিল্লার ঘটনা পৃথিবীর সামনে তুলে ধরতে তাদের এই পদক্ষেপ। তিনি বলেন, এদিন এই প্রতিবাদে কয়েক হাজার মানুষ শামিল হয় এবং তাদের এই প্রতিবাদ আমেরিকার হিন্দুদের মধ্যে সাড়া ফেলেছে। তারাও প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আজকের এই প্রতিবাদে বাংলাদেশের অনাবাসী হিন্দুরাও শামিল হয়েছিলেন বলে যুধাজিৎবাবু জানিয়েছেন।