সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩০ মে: টানা লকডাউনে দুঃস্থদের সাধ্যমত ত্রাণ সামগ্রী বিতরণ করছেন পুরুলিয়ার অরাজনৈতিক সংগঠিত শিক্ষকরা। তাঁরা বিভিন্ন গ্রামে সাধ্যমত খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন পরিবারগুলির হাতে। গত তিন দিন ধরে এবার মানবাজার ২ ব্লকের প্রত্যন্ত জনপদগুলিতে সেই কাজ অব্যাহত রাখলেন অরাজনৈতিক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
বৃহস্পতি, শুক্র এবং শনিবার এই তিন দিন সংগঠনের মানবাজার ২ নং ব্লকের জামতোরিয়া সার্কেলের সদস্যদের ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ওই ব্লকের বারিডি, জানিপুর, খাওয়াই, বড়রাঙ্গা, ব্রজরাজপুর, সনকুড়া, লেওয়াগাড়া, জোরবাড়ি, আমজোড়া, গোপালপুর, নিমডি, বুরুডি, পিঁড়রা গ্রামের ৯৮ টি দুঃস্থ পরিবার এবং কুমারী পঞ্চায়েত এলাকার শুশুনিয়া, বোচ রাঙ্গমেট্যা, ধান্দা, পুন্দা, টপরবাইদ, গোবিন্দপুর গ্রামের ৪৪ টি দুঃস্থ পরিবার সহ মোট ১৪২ পরিবারকে ত্রাণ সামগ্রী তুলে দেন সদস্যরা। এই কথা জানিয়ে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি জয়দীপ্ত চট্টরাজ বলেন, ‘আমরা সাধ্যমত দুঃস্থ মানুষের পাশে থাকবো।’