পশ্চিম মেদিনীপুরে শান্তিপূর্ণভাবে মিটলো মনোনয়ন, শেষ দু’দিনে একশো আসনে প্রার্থী দিল তৃণমূল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: পশ্চিম মেদিনীপুর জেলায় শান্তিপূর্ণভাবেই মিটলো মনোনয়ন প্রক্রিয়া। শেষ দু’দিন মনোনয়ন জমা দিয়েই জেলার একশো আসনে প্রার্থী দিল তৃণমূল।

বৃহস্পতিবার সমস্ত জেলা পরিষদের আসনে মনোনয়ন জমা দেন তৃণমূলের হেভিওয়েটরা। খড়্গপুর মহকুমা অফিসে মনোনয়ন জমা দেন বিধায়ক অজিত মাইতি, মহিলা তৃণমূলের সভানেত্রী মামনি মাণ্ডি, রাজ্য সম্পাদক কল্পনা শিট, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, দাঁতন ব্লকের নেতা প্রতুল দাস সহ ২৩ জন মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন পত্র জমা দিয়ে প্রতুল দাস বলেন, এই প্রথম জেলা পরিষদের প্রার্থী হয়েছি। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়কে ধন্যবাদ। আমি নির্বাচিত হলে পশ্চিম মেদিনীপুর তথা দাঁতনের যে যে সমস্যা আছে, বিশেষ করে পানীয় জল, সেচের জন্য ডিপ টিউবওয়েল, সরশঙ্কা দিঘি সংস্কারের উদ্যোগ নেব। দাঁতনের বৌদ্ধবিহার তথা মোগলমারি সংস্কার সহ দাঁতনের অন্যান্য নানা উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবো।

সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞার একনিষ্ঠ শিষ্য আবু কালাম বক্স জানান যে, আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত। প্রথমে পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং এবার প্রথমবার জেলা পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। আমার এলাকায় পানীয় জলের সমষ্যা না থাকলেও, রাস্তাঘাটের কিছু সমস্যা আছে, সেগুলোর সমাধান করবো। আমরা নিশ্চিত জেলা পরিষদ দখল করবো, আর জেলা পরিষদের মাধ্যমে সবংয়ের‌ আরও উন্নয়ন করার চেষ্টা করবো। আমাদের প্রতিপক্ষ হিসেবে কে তা বুঝতে পারছি না। রাম – বাম এক হয়ে মিশে গেছে।

কেশিয়াড়ি ব্লক থেকে এই প্রথম জেলা পরিষদের প্রার্থী তথা পঞ্চায়েত সমিতির সদস্য কল্পনা শিট বলেন, আমাদের এলাকা এসসি, এসটি এলাকা। আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ধারাবাহিক ভাবে এগিয়ে নিয়ে যাবো এবং জেলা পরিষদের মাধ্যমে এলাকায় যে যে সমস্যা আছে তা সমাধানের চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *