পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: শাসক দলকে কিছুটা পিছনে ফেলে প্রচারের পাশাপাশি মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী। বুধবার দিলীপ ঘোষ, সৌমেন্দু অধিকারী ও জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে হুডখোলা গাড়িতে করে মনোনয়ন জমা দিতে যান মেদিনীপুরের উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।
মেদিনীপুর উপ-নির্বাচনে মনোনয়ন পর্ব শুরু হয়েছে ১৮ অক্টোবর থেকে। আর সেই মনোনয়ন পর্ব শুরু হওয়ায় শাসক দলকে কিছুটা পিছনে ফেলেই প্রথমেই মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।এদিন তিনি নমিনেশন জমা দেওয়ার আগে এক প্রস্থ সিদ্ধেশ্বরী কালী মন্দির পুজো দেন। এরপর মেদিনীপুর শহরের বটতলা কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। বর্ণাঢ্য মিছিল সহযোগে এই মনোনয়ন জমা দিতে তার সঙ্গে সারথি হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও সৌমেন্দু দে। এর পাশাপাশি প্রায় হাজার পাঁচেক বিজেপি কর্মী সমর্থক সহ ঢাক ঢোল, তাসা পিটিয়ে রীতিমতো হুড খোলা গাড়িতে চড়ে তিনি মনোনয়ন জমা দিতে যান জেলার নির্বাচন আধিকারিক তথা সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জির কাছে।
মনোনয়ন জমা দেওয়ার পর দিলীপ ঘোষ বলেন, ”আজ আমাদের মেদিনীপুরের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী বান্টির মনোনয়ন জমা দিতে এসেছি আমরা। মূলত গোটা রাজ্যজুড়ে যে খুন ধর্ষণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে সেটাই প্রতিফলিত হবে এই ভোটে। আমাদের রাজনৈতিক দলের সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে আমাদের প্রার্থীকে জেতানোর জন্য। ভোটের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা শহরে এগিয়ে রয়েছি, কিন্তু গ্রামীনে আমাদের প্রভাব কম। আমরা চেষ্টা করব গ্রামের গ্রামে প্রচারের মাধ্যমে এই উপনির্বাচনে জিততে।
যদিও এদিন মনোনয়ন জমা দিয়ে জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বলে জানান বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।